পিকনিক ২০২৩
আসসালামু আলাইকুম,
শুভ সময়।
আশাবাদী সকল ষ্টার বন্ধুগন সুন্দর ও ব্যস্তসময় অতিবাহিত করছেন। আপনাদের এ সময়ের সাথে একমত হয়েই ষ্টার ফোরাম ও এ বছরের নতুন কমিটি অন্যান্য বছরের মত একটি সম্মিলিত ও অংশগ্রহণ মুলক পিকনিক আয়োজনের লক্ষ্যে আমাকে পিকনিক ২০২৩ কমিটির চেয়ার হিসাবে মনোনীত করেছেন। আমিও সানন্দে দায়িত্ব গ্রহণ করে আপনাদেরকে আশস্ত করছি।
এরই ধারাবাহিকতায় ই,সি কমিটিতে আমাদের পিকনিক আয়োজনের একটা ফর্মেট দাড় করিয়েছি। এ ছক অনুযায়ী এ বছরের ফোরাম পিকনিক বিবরনী নিম্নে তুলে ধরলাম।
ভ্যেনুঃ সি.কালব রিসোর্ট, উলুখোলা, পুর্বাচল
তারিখঃ ২৪ ও ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
চাদার হারঃ ৩০০০ টাকা প্রতিজন
বাচ্চাঃ ০-৬, ফ্রি। ৭-১৮ বা ততোধিক ২০০০ টাকা।
রেজিষ্ট্রেশন এর শেষ তারিখঃ ১০ ই ফেব্রুয়ারী ২০২৩
রেজিষ্ট্রেশন মাধ্যমঃ বিকাশঃ ০১৯২১০৮১৯৫৭। (খরচ সহ দিবেন )
অথবা ফোরাম ব্যাংক একাউন্ট
সাজু
চেয়ার
পিকনিক কমিটি ২০২৩