Rotary Star presidents' Intercity Fellowship @ Cumilla [Notice]
Rotary Star presidents' Intercity Fellowship @ Cumilla [Notice]

সুপ্রিয় স্টার প্রেসিডেন্ট বন্ধুগন, শুভেচ্ছা সবাইকে। 
আশাকরি পরিবার পরিজন নিয়ে সবাই ভাল আছেন।

আপকামিং স্টার প্রেসিডেন্ট ফোরাম প্রোগ্রাম " Rotary Star president's Inter city fellowship @ Cumilla. আগামি ২৭ই মে শুক্রবার। থাকছে দিনব্যাপী নানা আয়োজন। প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে থাকছেন স্টার প্রেসিডেন্ট নুরুল ইসলাম সাজু। পরবর্তী আয়োজনে সবার সাথে দেখা হওয়ার প্রতিক্ষায় শুভেচ্ছা সকলকে। শুভ রাত্রি।

ধন্যবাদান্তে 
স্টার প্রেসিডেন্ট পিপি ডিএম সেলিম 
চেয়ারপার্সন, স্টার প্রেসিডেন্ট ফোরাম-২০২১-২২।

__________________________________________________________________________________________

যাতায়াত, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং সকল স্পটে প্রবেশ ফি সহ রেজিঃ ফি ২,০৪০ টাকা।
নিজ দায়িত্বে আপনার নাম অন্তর্ভুক্ত করে এবং বিকাশ / নগদ এ টাকা পাঠিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন  করতে অনুরোধ জানাচ্ছি। 
বিকাশ / নগদ (পার্সোনাল) 01921081957.

ধন্যবাদ সহ
এম নুরুল ইসলাম সাজু। 
কো অর্ডিনেটর।
কুমিল্লা ষ্টার প্রোগ্রাম ২০২২।