​সুন্দরবনে আনন্দ ভ্রমণ অক্টোবর ২০২৩
​সুন্দরবনে আনন্দ ভ্রমণ অক্টোবর ২০২৩

সুন্দরবনে আনন্দ ভ্রমনের (৬ ও ৭ অক্টোবর) উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা শুরুর রাতটি ছিল বৃষ্টিস্নাত  । আবহাওয়া দপ্তরও কয়েকটি বন্দরের জন্য সর্তকতা সংকেত জারী করেছিল। এমন পরিস্থিতিতে দ্বিধাদ্বন্দ নিয়ে ভ্রমন সংগী ষ্টার বন্ধু ও তাদের পরিবার পরিজনের সাথে সুন্দরবনে আনন্দ ভ্রমনের জন্য ৫ তারিখ রাতে রওনা হয়েছিলাম। ৬ তারিখ সকাল ৭ টার দিকে খুলনায় নৌঘাটে যখন পৌঁছালাম তখন দেখলাম একটা বৃষ্টি বিহীন নির্মল আকাশ। বিরুপ আবহাওয়ার সবরকম ভয়কে বিদায় করে উঠে গেলাম আমাদের ভ্রমনের জন্য আগে থেকেই ঠিককরে রাখা প্রমোদতরীতে। ষ্টার বন্ধু ও তাদের পরিবার পরিজনসহ দারুন আনন্দে কোথা দিয়ে যে কাটিয়ে দিলাম দুটো দিন একটি রাত বুঝতেই পারলামনা। ভীষন উপভোগ্য ছিল সকল আয়োজন। ইভেন্ট চেয়ার শেখ ওয়াহিদুজ্জামান ভাই ও তার টিম আয়োজনকে সফল করতে তাদের চেষ্টার কোন ত্রুটি করেন নাই। আমার দৃষ্টিতে তারা শতভাগ সফল হয়েছেন। আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ফোরাম চেয়ার নওরোজ ভাই ও তার পরিষদ সুন্দরবন ভ্রমনের এমন সুন্দর একটি সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়ন করায় তাদের প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ।
 
সবশেষে বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আরাধ্য অন্তর্যামিকে যিনি সকলের অন্তরের কথা বুঝেন, তাইতো তিনি বিরুপ আবহাওয়াকে করে দিলেন অনুকুল আবহাওয়া।ভ্রমনের আয়োজন পেলো পূর্নতা।
 
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হোন। আমিন।
 
ষ্টার বন্ধুত্ব থাকুক চিরঅটুট -
রোটারিয়ান শফিক, একেএস