স্টার পরিবারের ২০২৪ এর এজিএম
স্টার পরিবারের ২০২৪ এর এজিএম

প্রিয় স্টার বন্ধুরা,

শীতের কুয়াশা ভেজা আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। আশাকরি, আপনারা ভালো আছেন।আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে, এই ডিসেম্বর মাসে স্টার পরিবারের ২০২৪ এর এজিএম আয়োজন করা হয়েছে।
 
২০২৪ এর এজিএম এর বিস্তারিতঃ
 
* তারিখ: ২৮ ডিসেম্বর ২০২৪ (শনিবার)
* স্থান: ক্লাব ৮৯, হাউস নাম্বার ১১ (শাফিয়া মানজিল), রোড নাম্বার ৩৩, গুলশান ০১, ঢাকা ১২১২
* সময়: সন্ধ্যা ৫:৩০ মিনিট
 
এই অনুষ্ঠানটি সফল করতে আপনার অংশগ্রহণ সত্তর নিশ্চিত করার বিনীত অনুরোধ জানাচ্ছি ।
 
• এই প্রগ্রামের জন্য কোনো রেজিস্ট্রেশন নেই ।
* ⁠এজিএম শেষে সবাই মিলে ডিনার করবো আর চলবে ষ্টার আড্ডা ।
 
খন্দকার শফিকুল হক, একেএস
এসপিএফ চেয়ার, ২০২৪ ।
 
এবং
 
রামিম মালিক, পিএইচএফ
এসপিএফ সেক্রেটারি জেনারেল, ২০২৪ ।